English

27 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫
- Advertisement -

কাঁধে সামান্য খোঁচা থেকে ভয়ঙ্কর পরিণতি যুবকের

- Advertisements -

সামান্য একটা খোঁচা। সেই থেকে হয়ে গেল ক্যান্সার। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক আইটি বিশেষজ্ঞ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াজুড়ে।

ঘটনার সূত্রপাত বছর দুই আগে। গ্যাবর কাবাকস নামে বছর ৪৫ এর এক আইটি বিশেষজ্ঞের কাঁধে গলফ বলের আকারের একটি পিন্ড দেখা দেয়। সেই সামান্য পিন্ড থেকে ঘটে যায় মারাত্মক ঘটনা। ওই ভদ্রলোক বাইরে ঘুরতে যেতে এবং সাঁতার কাটতে পছন্দ করতেন। তার বাড়ি হাঙ্গেরিতে। গ্যাবরের মা প্রথম লক্ষ্য করেন কাঁধে একটি ছোটো আঁচড় রয়েছে।

এরপর তিনি স্থানীয় একজন ডাক্তারের কাছে যান। সেখানে পিন্ডের বায়োপসি করার পর ২০২২ সালের মার্চ মাসে হাড়ের ক্যান্সার ধরা পড়ে। বোন ক্যান্সার রিসার্চ ট্রাস্টের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রতি বছর মাত্র ৯০ জন ইউইং সারকোমা রোগে আক্রান্ত হন। পাশাপাশি বয়সের নিরিখে দেখতে গেলে যারা এই রোগে আক্রান্ত হন তাদের ৮০ শতাংশের বয়স ২০ বছর বা তারও কম।

ঘটনা এখানেই শেষ নয়। এক বছরের মাথায় জানা যায়, তার শরীরের সমস্ত হাড়ে ছড়িয়ে পড়েছে ক্যান্সারের ভাইরাসটি। এর ফলে হাড় নরম এবং ভঙ্গুর হয়ে গেছে। এরপর আর বেশিদিন সময় দেননি তিনি। মাত্র ছয় মাস বেঁচেছিলেন তিনি।

একনাগাড়ে হাড়ের ব্যথা ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ত। হাড়ের ওপর থাকত ফোলাভাব এবং লালভাব। ২০২২ সালের নভেম্বরে গ্যাবর রেডিওথেরাপির চিকিৎসা শুরু করেন। তিনমাস পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁর হাত এবং কাঁদ ক্যান্সারমুক্ত বলে চিকিৎককেরা জানিয়ে দেন।

কিন্তু কয়েকমাসের মধ্যে বিষয়টি ভুল প্রমাণ হয়। সেই বছরই মে মাসে ক্যান্সার তার পাঁজরে, বাম নিতম্বে, ডান ফিমার এবং চোয়ালে ছড়িয়ে পড়েছে। এরপর ডিসেম্বরে জানিয়ে দেওয়া হয় আর কিছু করার নেই। অবশেষে ২০২৪ সালের শেষের দিকে মারা যান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন