English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

করোনায় বয়স্করা ঝুঁকিতে, ২৪ ঘণ্টায় ৪ মৃত্যুর ৩ জনই বৃদ্ধ

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৬৬ জনে। মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।   এদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

মৃত চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের একজন, রংপুর বিভাগের একজন রয়েছেন। এই চারজনের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।

একই সময়ের মধ্যে ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ এক হাজার ৭৭৫ জনে।

রবিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

২৪ ঘণ্টায় ছয় হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ১০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এর আগে গতকাল শনিবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৪৬০ জনের শরীরে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন