২০২০ সালে দেশে করোনা শনাক্ত হয় পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জন। মৃত্যু সাত হাজার ৫৫৯ জনের। ২০২১ সালে শনাক্ত হয় ১০ লাখ ৭২ হাজার ২৯ জন। মৃত্যু ২০ হাজার ৫১৩ জনের। ওই বছর সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয় ২৮ জুলাই। ২০২২ সালে শনাক্ত হয় চার লাখ ৫১ হাজার ৫৮৬ জন। মৃত্যু এক হাজার ৩৬৮ জনের। গত বছর ২০২৩ সালে শনাক্ত হয় ৯ হাজার ১৮৯ জন। মৃত্যু ৩৭ জনের।
প্রথম দুই বছরে ৭৮% সংক্রমণ : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯১ জনের। শনাক্তের প্রথম দুই বছরে সংক্রমণ হয় ৭৮ শতাংশ রোগী। আর মৃত্যু হয় ৯৫ শতাংশের। মারা যাওয়া এসব মানুষের মধ্যে ৯১ শতাংশের বয়স ৪০ বছরের বেশি।
শনাক্ত বেড়ে প্রায় ৪ গুণ : দেশে গত এক দিনে ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দুই হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আগের বছর ২০২৩ সালে একই সময়ে শনাক্ত হয় ৭৫৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে চার গুণ। এদিকে চলতি বছরে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আগের বছর একই সময়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের, যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ।