English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৮৪ হাজার ৫৮৬ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ১ লাখ ৫০ হাজার ৫৬৫ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৫১ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩০ হাজার ৪৫৩ জন।

আজ বুধবার (২ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৬৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ লাখ ৪০ হাজার ৩৭৭ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৫১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৯ লাখ ৮৪ হাজার ৫৮৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ কোটি ১১ লাখ ৯০ হাজার ৫৩ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬০ হাজার ২০৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ২৯৫ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৭৪ হাজার ৭৩৬ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮৯৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৭৭ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ৮০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫৫৪ জন, মৃত্যু ১৯২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫৯৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৪ হাজার ২৪৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ১১ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৫৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৪৯ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৭৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৫ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ২৭ লাখ ৮২ হাজার ৬০৯ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৮০ হাজার ৮৮৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৯ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু ২০৯ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৬৮ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৬৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ১৫৮ জন এবং মৃত্যু ১৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ২১৪ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৭ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৭১৩ জন। মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ৭২১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ৫৬৫ জন, মৃত্যু ২৭৫ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৩৪১ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ৬৪৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু ২০৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬ হাজার ৬৩১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭৪২ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৮৫ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৮৮৩ জনের আর সেরে উঠেছে ৯৬ লাখ ৭৯ হাজার ২৪৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৬৪১ জন, মৃত্যু ১১৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৯ লাখ ৯৫৬ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৮২ হাজার ১৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু ৩২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭০ লাখ ৫১ হাজার ৪২৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ৮৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৫২ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৯৬২ জন এবং মৃত্যু ২০৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৮ হাজার ১১৪ জন। মোট মৃত্যু ২১ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ৯৩৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৪৮৮ জন,মৃত্যু ৬ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৬৪ হাজার ৫৮৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৭৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৯০ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৮২ জন। মৃত্যু ৭৪ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৬৭ হাজার ৫৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৩১৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫০ লাখ ৫৭ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু ১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৫ লাখ ৮৯ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭২৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৮ হাজার ৬৬০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩২৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ লাখ ১ হাজার ৩০২ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৫ লাখ ৬ হাজার ১০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫১৯ জন। মোট মৃত্যু ৩ লাখ ১৮ হাজার ৮৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৭৩ হাজার ১৩১ জন।

জাপানে মোট আক্রান্ত ৫০ লাখ ৫ হাজার ৮৯২ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৬৩৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ হাজার ২৪৩ জন, মৃত্যু ১৮৭ জনের।সুস্থ হয়েছেন ৪২ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৮ লাখ ৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ৫০৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫৮ হাজার ২০ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৭৫ হাজার ৬৯১ জন। মোট মারা গেছেন ৯৯ হাজার ৪৩০ জন।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৩৯ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৪৯ জন, মৃত্যু ১৮ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৯৯ জন, মৃত্যু ৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন