গত ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত ইরানে ৩৬ হাজার ৪১৯ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৩০ জনের।সর্বোচ্চ সুস্থ ভারতে ৪৪ হাজার ১০৩ জন।
আজ সোমবার (২৩ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৪৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৫২ হাজার ৪২৮ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৩২৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৪ লাখ ৪৪ হাজার ৬৫৭ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ২ লাখ ১২ হাজার ২০ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৪৫৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ২০৫ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১১ হাজার ৫৮৯ জন বা আক্রান্তের ০.৬%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৮১০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৯৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৪ লাখ ৭২ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪২০ জন, মৃত্যু ৩৮৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৯৬৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ১০৩ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ৭০ হাজার ৮৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪০৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৩১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৮১৬ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৪৭ হাজার ৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৫৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৬২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬০ লাখ ১৯ হাজার ৪৬৬ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৬৬ লাখ ১৯ হাজার ৬১১ জন। মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৩১১ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৩৮ হাজার ৫৩৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৩০০ জন এবং মৃত্যু ৪৪ জনের।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৯২ হাজার ৯০৬ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ২৫৩ জন এবং মৃত্যু ৪৯ জনের। সুস্থ হয়েছেন ৫০ লাখ ৫৬ হাজার ৫৭১ জন।
তুরস্কে মোট আক্রান্ত ৬২ লাখ ১৫ হাজার ৬৬৩ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৫৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৬২২ জন এবং মৃত্যু ২০৬ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫১ লাখ ৩৩ হাজার ৮৩১ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৩৫২ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১৪ হাজার ২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু ১৩৫ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৮৯ হাজার ৫৩৭ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ২১৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ১৮ হাজার ৫০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৪০ জন। মৃত্যু ৯৫ জনের।
স্পেনে আক্রান্ত ৪৭ লাখ ৭০ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ৮৩ হাজার ১৩৬ জনের আর সেরে উঠেছে ৪০ লাখ ৭৮ হাজার ৮৪৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪৫০ জন, মৃত্যু ১৩২ জনের।
ইরানে মোট আক্রান্ত ৪৬ লাখ ৭৭ হাজার ১১৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩২ হাজার ৪৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৪১৯ জন এবং মৃত্যু ৬৮৪ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৮৪ হাজার ৬১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯২৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪২ লাখ ২০ হাজার ৯২৪ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৯ লাখ ৭৯ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪০৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২৬ হাজার ৩৭২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ০৩০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪৬ হাজার ৩২৪ জন।
জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৭৬ হাজার ২৪ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৪৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৯৮ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৪৮ জন, মৃত্যু ৫ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ৩২ লাখ ১৭ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৩০৭ জন। মোট মৃত্যু ২ লাখ ৫২ হাজার ৯২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৪৭ জনের। এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩৮ হাজার ৭ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩১৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৬ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮৫ জন এবং মৃত্যু ০ জনের।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৬ লাখ ৯০ হাজার ৯৭৩ জন। মোট মারা গেছেন ৭৯ হাজার ৪২১ জন। সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪৪ হাজার ৪০৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৭৪৮ জন, মৃত্যু ১৭০ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৭৪ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৪৫৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৫ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯৯৯ জন।
পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৪১ হাজার ২৩৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৮১৮ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৭৩ জন,মৃত্যু ৬৬ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৯ লাখ ১৮ হাজার ৭৬৯ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯৫৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৫৩ জন, মৃত্যু ৬ জনের।সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৫ হাজার ৭২১ জন।
এদিকে করোনা আক্রান্তের ২৭ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮০৪ জন, মৃত্যু ১৩৯ জনের।