English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭১ হাজার ৭৫৭ জন মানুষ বা ৩%

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৬৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৬৫ হাজার ৭৮২ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ১৫৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৫ লাখ ৭১ হাজার ৭৫৭ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৮৫৩ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৪৮৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ৩৪ হাজার ৯৭৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৪৯ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৮৭৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩১ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫০ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৩ হাজার ৩২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে, ৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৪৭১ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ২৩৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭ লাখ ২২ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৭৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৯ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৮৪০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৫ লাখ ৯১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৭ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৩ হাজার ৭৩৪ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৪ হাজার ৭৮৫ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৮৫ জন এবং মৃত্যু ৩১৫ জনের।সুস্থ হয়েছেন ৩০ লাখ ৫ হাজার ৭২০ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৮ লাখ ১০ হাজার ৩১৬ জন। মারা গেছেন ৮৭ হাজার ৫৪২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৭৮৮ জন।মৃত্যু ৩২২ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৩৬ হাজার ৩২১ জন।মোট মৃত্যু ৭০ হাজার ২৪৭ জন আর সেরে উঠেছে ২৭ লাখ ২২ হাজার ৩০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৩৭ জন।মৃত্যু ৪৪৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭৬ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৮৮৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৭ লাখ ৩৪ হাজার ৮৩৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৭৭১ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৯৩ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৫২০ জন এবং মৃত্যু ৬৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৪ লাখ ৭২ হাজার ৮৯৬ জন। মোট মৃত্যু ৭১ হাজার ৭১১ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৭৪ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৮৩৫ জন, মৃত্যু ৩৮৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ৬০ হাজার ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৬০ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৭ জন। মৃত্যু ১১০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ২৬ হাজার ৫৩১ জন। মারা গেছেন ৫২ হাজার ৪৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ৫৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু ২৬১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২০ লাখ ৯৭ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯১৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৭ হাজার ১৮৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৫ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৩১২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩৫ হাজার ৪০৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৩৬০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু ৩০৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৬ লাখ ৫৬ হাজার ৬৯৯ জন। মোট মৃত্যু ৬০ হাজার ৩৫৩ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৩ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৫২৫ জন এবং মৃত্যু ৮৬ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ১৬ হাজার ২৬২ জন।মোট মারা গেছেন ৫০ হাজার ৩৬৬ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৪৭ জন,মৃত্যু ৯৫ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৪ হাজার ৭৭২ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ৬৪ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ২৩৫ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৩৯৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৫ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৮২ হাজার ৩৬ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৫৩ হাজার ৮৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮০৮ জন। মোট মৃত্যু ৩৬ হাজার ৭২১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৯১৬ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৪৪ হাজার ৯৬৯ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ৮৯ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৫০ হাজার ৪৭ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৭২ জন,মৃত্যু ১৯৫ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৬৯ হাজার ৫৮ জন। মোট মৃত্যু ২০ হাজার ৯৪১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬৪২ জন, মৃত্যু ১০৭ জনের।সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১৪ জন , মৃত্যু ৫ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন