English

19 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৮৭৮ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানীতে ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে ৫০৮ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানীতে ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ লাখ ১৯ হাজার ২৭৮ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৮৭৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৩২ হাজার ১৮৫ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৮০২ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৯ হাজার ৯১৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৪ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৯৮৬ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৪১ হাজার ৯০৫ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৫১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৫৬৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ১৭ হাজার ৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪০৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৩ লাখ ৯ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮০ জন, মৃত্যু ৫৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৯৭৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৬২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৬৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ৪৭০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২০৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৮০২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ১০ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৬১৪ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৪৫৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৭১১ জন এবং মৃত্যু ২২৭ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৬ লাখ ৯ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন, মৃত্যু ৩৬১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৩৭ জন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৯৪৫ জন এবং মৃত্যু ৫০৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭০০ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ লাখ ১ হাজার ৯৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১৯৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২২৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪২৮ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২২০ জন। মোট মারা গেছেন ২১ হাজার ৫২০ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১১ হাজার ২৮০ জন, মৃত্যু ১৬৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯ হাজার ৮৪৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২০৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৪৪৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ৩৬৪ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৬২৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু ১৮ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৮৯৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ৭২১ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১২ লাখ ২০ হাজার ৯৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৬৭১ জন, মৃত্যু ৬৫ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ২ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৭১ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৯৮২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জনের এবং সুস্থ হয়েছেন ৯০ লাখ ৬৮ হাজার ২৩৪ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৬০ হাজার ৯২৩ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮০ লাখ ২৯ হাজার ৯৯৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ১৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৭৫ লাখ ২১ হাজার ১৫০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫১৮ জন,মৃত্যু ১০ জনের।

জাপানে মোট আক্রান্ত ৭৪ লাখ ৪০ হাজার ১৬৪ জন। মোট মৃত্যু ২৯ হাজার ১০২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৬৩১ জন, মৃত্যু ৫৩ জনের।সুস্থ হয়েছেন ৬৯ লাখ ২০ হাজার ৯৭ জন।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ১২ হাজার ৩৯৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৮৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৫৪ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬০৭ জন এবং মৃত্যু ১৯ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৯০ হাজার ২৪৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২৩ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪৮ জন, মৃত্যু ১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৪২ হাজার ১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ৯৭৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৪০ হাজার ৯৪৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৭ হাজার ৩৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৬৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৭ লাখ ২৯ হাজার ২৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৩৮ জন। মোট মৃত্যু ৩ লাখ ২৩ হাজার ৯৭৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৪ জনের। এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ৩০ হাজার ৩৪৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯২ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ জন, মৃত্যু ১ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন