English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৮৯১ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৬৭০ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ১ লাখ ৭৯ হাজার ৭০৯ জন।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৮৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৭১১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৫ লাখ ৬৩ হাজার ৪৬৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৭৩৮ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৮ হাজার ১২৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৫৪২ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৯৬ হাজার ১৪৬ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৭৪ হাজার ৩২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৬৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৬৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৭৯ জন, মৃত্যু ৩০২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৮৩২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৩৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ২৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৬২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৭ লাখ ১০ হাজার ৮৩১ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৪১০ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৪ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ৮৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৬০২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৫২৮ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ২৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ ৯৯ হাজার ২৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২ হাজার ১৪৪ জন এবং মৃত্যু ২৯৬ জনের।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৭২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৭৮ হাজার ৩৭১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ২২ হাজার ৯৯ জন। মোট মৃত্যু ৮৪ হাজার ৯২০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৩৭ হাজার ৬১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪ হাজার ৯৩৫ জন এবং মৃত্যু ১৬২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৯০ হাজার ৩০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৩ হাজার ৪০৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৮৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৩ হাজার ৬৩৩ জন।

স্পেনে আক্রান্ত ৮৪ লাখ ২৪ হাজার ৫০৩ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৯৯৩ জনের আর সেরে উঠেছে ৫৩ লাখ ৩১ হাজার ১৭৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৪৮৯ জন, মৃত্যু ৭৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৮০ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজার ৪১১ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩ হাজার ৯১৬ জন, মৃত্যু ১৪৩ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৭১ লাখ ৯৭ হাজার ৩২৩ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ২৩১ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ৯৩ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু ১৯১ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ১৮ হাজার ৭৪১ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬২ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪২১ জন এবং মৃত্যু ১৮ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৫ লাখ ৪৩ হাজার ৭৯৬ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ২০ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৩১৭ জন। মৃত্যু ১৩৬ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ১১৩ জন। মোট মৃত্যু ৩ লাখ ১ হাজার ৩৩৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২২৭ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ২০ হাজার ১৮০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১৩ হাজার ৩৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ৩০৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৯০ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৬৬৭ জন এবং মৃত্যু ৩৫ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৭০ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ১৬৪ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৭ লাখ ৪৮ হাজার ৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৬৯ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ১৯৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ২৮৩ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩৬ লাখ ১১ হাজার ৩৫১ জন। মোট মৃত্যু ২১ হাজার ১৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ৪৫ হাজার ৫৮৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৩৫২ জন,মৃত্যু ৩ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৬০ হাজার ৯২১ জন। মোট মারা গেছেন ৯৩ হাজার ৪৫১ জন।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৭৫ হাজার ৮৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৯১ জন, মৃত্যু ৮৭ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩২ লাখ ৪২ হাজার ৩৭৪ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৯২৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৭০ জন, মৃত্যু ২৩ জনের।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৯৮ হাজার ৫০৭ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৭ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৭৬ জন, মৃত্যু ১০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন