English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৭৬৫ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩৬ হাজার ৫৯০ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬৯০ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ২ হাজার ২০৪ জন।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৭৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৫০ হাজার ২১ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৮৫৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৩ লাখ ৪৫ হাজার ৭২৭ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার ২৮৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ২৪২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৫০১ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ২৫২ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১২ লাখ ৯০ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫৯০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ২৩ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৫৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৯ জন, মৃত্যু ৩৪৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৬৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৩১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ১ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৪৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২২৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ১০ হাজার ২৮৬ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৮ হাজার ৬১০ জন এবং মৃত্যু ১৬৫ জনের। সুস্থ হয়েছেন ৯৬ লাখ ১৭ হাজার ৯৪১ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লাখ ৩ হাজার ১৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৩৬৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৮৯১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১৪২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৩৯ হাজার ৬৩৩ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৯১ লাখ ০ হাজার ৩২৪ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ৬৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৮৭ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৮৭২ জন এবং মৃত্যু ১৯৩ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৮৩ লাখ ৯৯ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৯৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৯৫ হাজার ৯১৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৫ হাজার ৭১৭ জন এবং মৃত্যু ১৫১ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬৬ লাখ ৫৬ হাজার ১৬১ জন। মোট মৃত্যু ১ লাখ ৭ হাজার ৬৭৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৯ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ হাজার ৬৫০ জন, মৃত্যু ৫০৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৬২ হাজার ৯৫৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৮৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৫ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৫১ জন এবং মৃত্যু ৫২ জনের।

স্পেনে আক্রান্ত ৫৩ লাখ ৯৩ হাজার ২৬৮ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৬১৯ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৬১ হাজার ১১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ১৪০ জন, মৃত্যু ৭৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৭১ হাজার ৩৪১ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ২২ হাজার ২১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮১৯ জন এবং মৃত্যু ৩১ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৮২ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ১৯৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪১ হাজার ২৪৫ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৯৯ হাজার ৭৪৬ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ২৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪০ হাজার ৩১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৬ জন। মৃত্যু ৫১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৯ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৯৬৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১০ হাজার ৮১১ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ২১ হাজার ৬৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৯৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৬ হাজার ৯৮৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৬২ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৭৭ হাজার ৬২০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৮১ হাজার ৩৪৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৯ হাজার ৭১৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৪ হাজার ২২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ২৬৬ জন এবং মৃত্যু ৬৬৯ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৭৮ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১০৯ জন। মোট মৃত্যু ৯১ হাজার ৯৫৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫৯ হাজার ৩১৬ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩২ লাখ ৩১ হাজার ৩১ জন। মোট মারা গেছেন ৯০ হাজার ২২৬ জন।সুস্থ হয়েছেন ২৯ লাখ ২৯ হাজার ২০৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৩৮৯ জন, মৃত্যু ৫৪ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৯ লাখ ২০ হাজার ৪৩৮ জন। মোট মৃত্যু ২০ হাজার ২৫৫ জন। আর সুস্থ হয়েছেন ২২ লাখ ৯৪ হাজার ৯০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৪৬৯ জন,মৃত্যু ৪১ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৬ হাজার ৯১৫ জন। মোট মৃত্যু ৫০ হাজার ৪৪৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩৭ জন, মৃত্যু ১০০ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৬ হাজার ২৭৩ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯৭ জন, মৃত্যু ৪ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন