বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৮৬ হাজার ১৬ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ২৪৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৮১৪ জন।
আজ বুধবার (২৪ নভেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৯০ লাখ ৩১ হাজার ১৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৯০ হাজার ১০৮ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৭০০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫১ লাখ ৮৩ হাজার ৫৪৭ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৪৩ লাখ ৮২ হাজার ৫৭৩ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ২৬৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ৩১৩ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮১ হাজার ৭৫০ জন বা আক্রান্তের ০.৪%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ১৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৯৬ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৯৩ জন, মৃত্যু ২৩৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৬৬ হাজার ১৪৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৭৪৯ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৬১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৯৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৯৮২ জন সুস্থ হয়েছেন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৩২ হাজার ৪০৮ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৪৮৪ জন এবং মৃত্যু ১৬৫ জনের। সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৯১ হাজার ৩১৫ জন।
আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৮৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৯৯৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২৪৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮০ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।
তুরস্কে মোট আক্রান্ত ৮৬ লাখ ২৪ হাজার ৫৮০ জন। মোট মৃত্যু ৭৫ হাজার ৪৪৩ জনের এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৫০ হাজার ২৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ১৭০ জন এবং মৃত্যু ২০৮ জনের।
ফ্রান্সে মোট আক্রান্ত ৭৪ লাখ ৫০ হাজার ৬৯১ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৬৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৬২ হাজার ২৭৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৪৫৪ জন এবং মৃত্যু ৯৮ জনের।
ইরানে মোট আক্রান্ত ৬০ লাখ ৮৮ হাজার ৯ জন। মোট মৃত্যু ১ লাখ ২৯ হাজার ১৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৭ হাজার ৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৪৪ জন এবং মৃত্যু ১৩২ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ৫৪ লাখ ৭২ হাজার ৯৪৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৮০ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ২৬৮ জন, মৃত্যু ৩৪৩ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ১৭ হাজার ৬৩৩ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৪১৫ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৪৪ জন এবং মৃত্যু ৩৩ জনের।
স্পেনে আক্রান্ত ৫১ লাখ ৩ হাজার ৩১৫ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৮৬৬ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৯ হাজার ৯০০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৭৭ জন, মৃত্যু ৩৪ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৫২ হাজার ৭৩৩ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৯৩ হাজার ৪২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৭৮ জন। মৃত্যু ৫০ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪২ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৭ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৫৪ হাজার ২৯৫ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৩ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৭৫৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ২ হাজার ৩২৩ জন।
মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬৪ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯১৬ জন। মোট মৃত্যু ২ লাখ ৯২ হাজার ৫২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৩ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ২৭ হাজার ২৭ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১ হাজার ২২৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৩ হাজার ৩২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু ৩৯৮ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ৩৩ লাখ ৫৩ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৭২৯ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৩১৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭২০ জনের এবং সুস্থ হয়েছেন ২৭ লাখ ৯৬ হাজার ৫৯৭ জন।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ৩০ হাজার ১৭৪ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৫৮৪ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ২১ হাজার ৪৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১২ জন, মৃত্যু ১০ জনের।
ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ২৭ হাজার ৮২০ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ৪৮২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৫৩ জন, মৃত্যু ১৯৫ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৬১ হাজার ৬১৭ জন।
মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৫ লাখ ৯৭ হাজার ৮০ জন। মোট মৃত্যু ৩০ হাজার ১১০ জন। আর সুস্থ হয়েছেন ২৪ লাখ ৯৮ হাজার ৩৪৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৯৪ জন,মৃত্যু ৪৭ জনের।
এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৫৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮৪ জন, মৃত্যু ৩ জনের।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন