English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩১ লাখ ২১৫ জন

- Advertisements -

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩১ লাখ ২১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার ১১৪ জন। নতুন করে প্রাণ গেছে ১২ হাজার ১৯৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৫ লাখ ৮ হাজার ৯১৩ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৮৭ লাখ ১১ হাজার ৩৭১ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৯০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ১০৭ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯১ হাজার ৮২৪ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ২৯৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৫২৫ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে, ১৪৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার ৪৩৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৩৮৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৩৩ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৯০২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৭৪৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৫১ হাজার ৫৬২ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯৩৮ জন এবং মৃত্যু ৪৪২ জনের।সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৬ লাখ ৬১ হাজার ৪১০ জন। মারা গেছেন ৮৫ হাজার ৩২১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৫১৯ জন।মৃত্যু ২৭৭ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৭০ হাজার ৬৪৪ জন।মোট মৃত্যু ৬৮ হাজার ৪৬৮ জন আর সেরে উঠেছে ২৫ লাখ ৮৯ হাজার ৯৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ২১২ জন।মৃত্যু ৩৮৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৪৮ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৪২৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৬ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩১৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬২ হাজার ৪৬৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৬ লাখ ৬৫ হাজার ১৯৪ জন। মোট মৃত্যু ২৮ হাজার ২৮৫ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৪০ হাজার ২৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৬১ জন এবং মৃত্যু ৭২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৪ লাখ ১৬ হাজার ৩৭ জন। মোট মৃত্যু ৬৯ হাজার ৬১০ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৭৭৪ জন, মৃত্যু ৩৯৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৩৭ হাজার ৫৪২ জন। মারা গেছেন ৫৯ হাজার ২৬০ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৪ হাজার ৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯৫৩ জন। মৃত্যু ১৪২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২০ লাখ ৮৫ হাজার ৪১১ জন। মারা গেছেন ৫১ হাজার ৬৫০ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৮৩ জন এবং মৃত্যু ১৪০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২০ লাখ ৫২ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬৩৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৮১ হাজার ৮০৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৭৩ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭ হাজার ৮৬৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬১ হাজার ১০৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ৮০৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯১ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ১৪৬ জন এবং মৃত্যু ৩৭২ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৫ লাখ ৯৮ হাজার ৮৭৫ জন। মোট মৃত্যু ৫৯ হাজার ৭৩৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৫ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৭০ জন এবং মৃত্যু ৭৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ৭ হাজার ৪৪৮ জন।মোট মারা গেছেন ৪৯ হাজার ৫২৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৬২ জন,মৃত্যু ১১০ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২২ হাজার ৬২২ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ১৭ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৫০ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৪৬১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫২ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৫ হাজার ৪২২ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৬ হাজার ১৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫৩৩ জন। মোট মৃত্যু ৩৫ হাজার ২৫৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ১২ হাজার ৭২৫ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৭৯৯ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ৬৮৩ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৪ হাজার ৫০ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩০২ জন,মৃত্যু ১৯৬ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৮৪ হাজার ৩৫২ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৬৮২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৬৭২ জন, মৃত্যু ৬৪ জনের।সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

এদিকে ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২৮ জন, মৃত্যু ৫ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন