English

23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ঈদে সড়ক দুর্ঘটনায় আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা

- Advertisements -

এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা। গত পাঁচ দিনে দুর্ঘটনার কারণে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭ জন। প্রতিদিনই অস্ত্রোপচার হচ্ছে শ’খানেক রোগীদের। গুরুতর আহতদের ক্ষেত্রে হাত অথবা পা কেটে ফেলার মাধ্যমে প্রায় দশ জনের ঘটছে অঙ্গহানি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এবারের ঈদে রোগী ভর্তির সব রেকর্ড ভেঙে গেছে। ভর্তি রোগীদের ৪০ চল্লিশ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

অতিরিক্ত রোগীর চাপ নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা যদি প্রতিটি রোগীকে মাত্র ৫ মিনিট করেও সময় দিতে যাই, তাহলে শত শত রোগীদের পেছনে চলে যাবে অনেক সময়।

আমরা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি। এমন অনেক রোগী আসছেন, যাদের অস্ত্রোপচার করতে দেরি হলে তাদের এক হাত অথবা পা কেটে ফেলতে হতে পারে। তাই অনেক রোগীর সিরিয়াল আগে থাকলেও জরুরি ভিত্তিতে যাদের আগে চিকিৎসা দেয়া দরকার তাদের দিচ্ছেন।

পুরো পঙ্গু হাসপাতালজুড়ে গত এক সপ্তাহ ধরে রয়েছে অতিরিক্ত রোগীর চাপ। গেল করোনায় দু’বছর ঘরবন্দি থাকার পর এবারের ঈদে যেমন বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, তেমনি ঈদের আনন্দ উদযাপনে অসতর্কতার কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন