English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

আপনার শিশুসন্তানের চোখ কি ট্যারা?

- Advertisements -
Advertisements

ডা. আহসান কবির: চোখে জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় অনেক শিশু। এসব নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকরা। এ ছাড়া শিশুর চোখে নানা ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে ট্যারা চোখ অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।

ট্যারা চোখ মানে কী?
যখন আমরা সামনে থেকে চোখের দুটো কালো অংশ সমানভাবে ডানে-বাঁয়ে ঘুরতে না দেখি, তখনই বলব চোখ ট্যারা। সামান্য হলে আমরা বলি লক্ষ্মী ট্যারা, যা আদৌ লক্ষ্মী নয়, বরং সমস্যা।

চোখ কেন ট্যারা হয়
প্রত্যেক চোখ ডানে, বাঁয়ে উপর-নিচ ঘোরাতে চোখের পাশে থাকা ছয়টা মাংসপেশি দায়িত্ব নিয়ে থাকে। যদি কোনো কারণে যে কোনো একটা মাংসপেশি দায়িত্ব না নেয়, তখনই আমাদের চোখ ট্যারা হয়ে যায়।

চোখ ট্যারা হওয়ার কারণ কী
চোখ ট্যারা হওয়ার সঠিক কারণ অনেক ক্ষেত্রেই বলা মুশকিল। এ সমস্যার সম্ভাব্য কারণগুলো হলো–
স্নায়ুগত সমস্যা। শরীরের কেন্দ্রীয় ৩, ৪, ৬ নম্বর স্নায়ু মগজের উৎপত্তিস্থান থেকে শেষ পর্যন্ত চলার পথে যে কোনো সমস্যা হলে।

চোখের যে কোনো আঘাত।
চোখের পাওয়ার বা প্রতিসরণ সমস্যা।
চোখের আশপাশে বা পেছনে টিউমার।
হঠাৎ প্রচণ্ড উচ্চমাত্রায় জ্বর হলে।
বংশগতভাবে ট্যারা।
চোখের নেত্রস্বচ্ছ ঘোলা, লেন্সের ছানি ও রেটিনার সমস্যা।
শরীরের কিছু সাধারণ রোগ ও মেটাবলিক রোগ ইত্যাদি।

কী করতে হবে
জন্মের পর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর চোখের দিকে খেয়াল করুন। তার কোনো চোখ ট্যারা হচ্ছে কিনা, লক্ষ্য রাখুন। এমন সমস্যা হলে দেরি না করে সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে, শিশুর যাবতীয় এ সমস্যা তার পাঁচ বছর বয়সের মধ্যেই সমাধান করে নিতে হবে।
চিকিৎসক হয়তো চশমা দিতে পারেন কিংবা ব্যায়াম বা যে কোনো চোখ সাময়িক বন্ধ রাখতে বলতে পারেন। ক্ষেত্রবিশেষ এসব পদ্ধতিতে অবস্থার উন্নতি না হলে চিকিৎসক অপারেশনের পরামর্শ দেবেন। চিকিৎসক অপারেশনের পরামর্শ দিলে ঘাবড়ানোর কিছু নেই। অনেক অভিভাবক এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন। চোখে ট্যারা অপারেশন খুব সাধারণ সার্জারি। অস্ত্রোপচারের মাধ্যমে ট্যারা চোখ ঠিক করা যায়। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তহীনতা শিশুর ভবিষ্যৎ জীবনে অন্ধকার বয়ে আনবে এবং সামাজিকভাবে সে হীনমন্যতায় ভুগবে।

খক : চক্ষু বিশেষজ্ঞ ও ফেকো সার্জন, যশোর চক্ষু ক্লিনিক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন