দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬১৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৯৩৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৮৯ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।