দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৭০ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার ৪২৪জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ৭৪৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৪ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৪৫ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ১৮হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।