English

27 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫
- Advertisement -

সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

- Advertisements -

দেশব্যাপী প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার দিনব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ৬-৫৯ মাস বয়েসিদের এই ক্যাপসুল খাওয়ানো হয়।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়েসিদের একটি নীল রংয়ের ১ লাখ আইউই ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়েসিদের লাল রংয়ের একটি ২ লাখ আইইউ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

আগের দিন, বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জাতীয় এই ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে  নেমে এসেছে এবং শিশুমৃত্যুর হার কমেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করছে। প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে রাতকানা রোগের হার ৪ দশমিক ১০ শতাংশ ছিল। ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন