রোজী আরেফিন: ইদানীং সাপের উৎপাত হুট করেই আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রায়ই লোকজন সাপের দংশনে মৃত্যুমুখে পড়ছেন। সাপে কাটা এমন একটি গুরুতর মেডিকেল সমস্যা, যা প্রায়ই মানুষের জীবন-সংহারের কারণ হতে পারে। তাই সাপে কাটা রোগের সঠিক ও দ্রুত চিকিৎসা খুবই জরুরি।
সাপে কাটা রোগের চিকিৎসাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়– ১. প্রাথমিক চিকিৎসা, ২. হাসপাতাল বা চিকিৎসকের চিকিৎসা, ৩. চিকিৎসা-পরবর্তী ফলোআপ।
প্রাথমিক চিকিৎসা
সাপে কাটার পর প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত–
শান্ত থাকুন
সাপে কাটার পর ভুক্তভোগীকে অবশ্যই স্থির ও শান্ত রাখতে হবে। ভয় বা উত্তেজনা রক্তপ্রবাহ দ্রুত করে তুলতে পারে, যা বিষ দ্রুত শরীরে ছড়িয়ে দেয়।
ক্ষতস্থান পরিষ্কার করুন
ক্ষতস্থান পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। সাবান ব্যবহার করা যেতে পারে, তবে সরাসরি ক্ষতস্থানে সাবান প্রয়োগ করবেন না।
সাপের নমুনা সংগ্রহ করুন
যদি সাপটি মেরে ফেলা হয়, নিশ্চিত হতে সেটি রোগীর সঙ্গে হাসপাতালে পাঠাবেন অথবা যে সাপে দংশন করেছে, সেটির ছবি তুলে ডাক্তারকে দেখাবেন। সাপের ধরন অনুযায়ী চিকিৎসক রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন দেবেন।
দ্রুত চিকিৎসাকেন্দ্রে যাবেন
রোগীকে কোনো তাবিজ বা কবিরাজি ওষুধ দেবেন না। সাপে কাটা অংশে গরম সেঁকা দিতে যাবেন না। শক্ত করে সাপে কাটা জায়গার আশপাশে বাঁধবেনও না। যত দ্রুত সম্ভব কাছাকাছি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে চলে যাবেন।
হাসপাতালে চিকিৎসা
হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সাপের প্রজাতি অনুযায়ী অ্যান্টিভেনম ইনজেকশন রোগীকে প্রয়োগ করবেন। এ ইনজেকশন সাপের বিষকে নিষ্ক্রিয় করে এবং রোগীর শরীরে বিষের ক্ষতিকর প্রভাব কমায়। পাশাপাশি শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যার জন্য সহায়ক চিকিৎসাও নিতে হতে পারে।
চিকিৎসা-পরবর্তী ফলোআপ
সাপে কাটার প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালের চিকিৎসার পর কিছু যত্নের প্রয়োজন হতে পারে–
পর্যাপ্ত বিশ্রাম
রোগীকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং ক্ষতস্থানের সঠিক যত্ন নিতে হবে।
নিয়মিত ফলোআপ
চিকিৎসকের নির্দেশনা অনুসারে নিয়মিত ফলোআপ করতে হবে।
ক্ষতস্থান পরিচর্যা
ক্ষতস্থান পরিষ্কার রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রেসিং পরিবর্তন করতে হবে।
পুষ্টিকর খাবার
রোগীকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
লেখক : ফার্মাসিস্ট।