English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

মার্কিন গবেষণা: যেভাবে ফুসফুসের ক্ষতি করে করোনাভাইরাস

- Advertisements -

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কীভাবে ফুসফুসের সর্বনাশ হচ্ছে সে বিষয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়। গবেষণায় বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। কী উপায়ে ফুসফুসের ওপর কবজা এবং ক্ষতিসাধন হচ্ছে তার খোঁজ দিয়েছেন তারা। গবেষকদের আশা, কোভিডের চিকিৎসায় সাহায্য করবে গবেষণালদ্ধ ফল।
মলিকিউলার জার্নাল নামক গবেষণা পত্রে প্রকাশিত রিপোর্ট বলছে, নমুনায় উপস্থিত অণুগুলোর চরিত্র বুঝতে ‘মাস স্পেক্ট্রোমেট্রি’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের কোষে উপস্থিত প্রোটিন এবং অণুগুলো পথ বদলে যায় সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণে।
গবেষকরা বলছেন, কোষের মধ্যে প্রোটিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ‘ফসফোরিলেশন নামক প্রোটিনের এক দশা। সুস্থ কোষের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার ফসফোরিলেশন দেখতে পাওয়া যায়। কিন্তু সার্স-কোভ-২ আক্রমণ করলেই ঘটে বদল। ফুসফুসের কোষে প্রচুর পরিমাণে ফসফোরিলেশন ঘটতে থাকে ফলে প্রোটিনের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের সুবাদেই প্রচুর পরিমাণে নিজেদের সংখ্যা বাড়িয়ে দেয় ভাইরাসটি এবং ক্রমে কোষগুলোকে ধ্বংস করা শুরু করে।
গবেষকরা জানিয়েছেন,ইতিমধ্যেই অন্য রোগে ব্যবহৃত ১৮টি অনুমোদিত ওষুধ রয়েছে যা কোভিড-১৯ চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে। ওষুধগুলো কতটা শক্তিশালী তা জানতে অবশ্য গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন