English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বিশ্বে বর্তমানে করোনায় মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৮৮৬ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৬ হাজার ৪৯৩ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৬৯ জনের।সর্বোচ্চ সুস্থ ভারতে ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ লাখ ৮১ হাজার ৪০৬ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৮০২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৫ লাখ ৩৯ হাজার ১৫৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩০১ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৯৯১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৮৮৬ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৯৬ হাজার ৬৯৯ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬ হাজার ৪৯৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৬৯ হাজার ২১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৪৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ২০২ জন, মৃত্যু ৩১৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৭০৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ২২১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৬০৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ৫০ হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন এবং মৃত্যু ৩৩৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ২৬ হাজার ৯৫৩ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৩০৪ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৫৭ হাজার ৪৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৩২২ জন এবং মৃত্যু ২২৫ জনের।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ১৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৯ হাজার ১৭২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৪০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৮৪ হাজার ৩৪৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৭১ হাজার ২৪০ জন। মোট মৃত্যু ৮৪ হাজার ২৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার ২৭৮ জন এবং মৃত্যু ১৫৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৫ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩১৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৯১ হাজার ৯৩৯ জন।

স্পেনে আক্রান্ত ৭৯ লাখ ৩০ হাজার ৫২৮ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৬২০ জনের আর সেরে উঠেছে ৫২ লাখ ৩২ হাজার ৮৮৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন, মৃত্যু ১১২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৭৮ লাখ ৫ হাজার ১৪৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১৫ হাজার ৮৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৭৮ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ২৬১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৬৭ লাখ ৯৩ হাজার ১১৯ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৮০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮০ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু ১৩৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ১৪ হাজার ৭৮১ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ২ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৫৮ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু ৩০ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৪ লাখ ৪০ হাজার ৯৮১ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ২৩ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ২৮৩ জন। মৃত্যু ৯৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৬৮ হাজার ৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১৫০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৬ হাজার ৯৬২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৬৫ হাজার ৪৩৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৪১৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৫১ হাজার ৪৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু ৪৮১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪২ লাখ ১৪ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ১৮৭ জন। মোট মৃত্যু ৩ লাখ ৭৬৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯০ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার ৩৯৩ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৭ লাখ ২৭ হাজার ৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৬ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৯২৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৭ হাজার ৮২৬ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৪৬ হাজার ৮০৮ জন। মোট মারা গেছেন ৯২ হাজার ৯৮৯ জন।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৬ হাজার ৯৩৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯১৭ জন, মৃত্যু ১৫৯ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩৪ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। মোট মৃত্যু ২১ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন ২৮ লাখ ৮৫ হাজার ৮৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৩৪৪ জন,মৃত্যু ১৩ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩০ লাখ ৯২ হাজার ৪০৯ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৭৩৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ২১ জন, মৃত্যু ৮২ জনের।সুস্থ হয়েছেন ২৮ লাখ ২ হাজার ২৮৬ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৬ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৫৯ জন, মৃত্যু ১২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন