English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৭৬ জন বা আক্রান্তের ৯৮%

- Advertisements -

করোনায় প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঘটছে ।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শীঘ্রই ভারত করোনায় আক্রান্তে বিশ্বে প্রথম অবস্থানে চলে আসবে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন, মৃত্যু ৩ হাজার ৬১৪ জনের।

আজ রোববার (৩০ মে ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬ লাখ ৪৩ হাজার ৪৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৯৪২ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৭৭০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৩৫ লাখ ৪৮ হাজার ৬৭৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৭৬ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৭১৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৫৯৫ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৯২ হাজার ২০ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৬১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৯ হাজার ৪২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন, মৃত্যু ৩ হাজার ৬১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৯৪৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ১৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৯৭১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৩৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ লাখ ১২ হাজার ১৭৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু ৬৮ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৫২ লাখ ৩৫ হাজার ৯৭৮ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ২৭১ জনের এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ৯৪ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু ১৩৭ জনের।

আক্রান্তে ষষ্ঠ অবস্থানে রাশিয়া। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৩ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ২৮৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪০১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৭০ হাজার ৪৮৪ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৯৮ জন এবং মৃত্যু ৭ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮৬ হাজার ২৪৯ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১৩ হাজার ৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৫১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৮৭ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৩৭ লাখ ৩২ হাজার ২৬৩ জন। মারা গেছেন ৭৭ হাজার ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৮৮ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৮৪১ জন এবং মৃত্যু ৪১৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। মোট মৃত্যু ৮৯ হাজার ৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫১৩ জন, মৃত্যু ১২৪ জনের।

স্পেনে আক্রান্ত ৩৬ লাখ ৬৮ হাজার ৬৫৮ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ৯০৫ জনের আর সেরে উঠেছে ৩৪ লাখ ২৪ হাজার ৯১১ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৩৩ লাখ ৬৩ হাজার ৬১ জন। মারা গেছেন ৮৭ হাজার ৭৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪১ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৪৯৪ জন। মৃত্যু ৫৪০ জনের।

ইরানে মোট আক্রান্ত ২৮ লাখ ৯৩ হাজার ২১৮ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ৭৪১ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ২৫ হাজার ৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১০৭ জন এবং মৃত্যু ১৭৩ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৭১ হাজার ৩৭১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৬৮২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭৫ জন এবং মৃত্যু ১২৫ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৪ লাখ ৮ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৬ জন। মোট মৃত্যু ২ লাখ ২৩ হাজার ৬৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪১১ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৭৪৪ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২১ লাখ ৯৯ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯৬ জন। মোট মৃত্যু ৫০ হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৬ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৪১৫ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৯ লাখ ৫১ হাজার ৬৫১ জন। মোট মৃত্যু ৬৯ হাজার ২০২ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯৬ জন এবং মৃত্যু ২২৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৮ লাখ ৯ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৬৫ জন। মোট মৃত্যু ৫০ হাজার ২৬২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৬২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৯ হাজার ৯৭৪ জন।

চেচনিয়ায় মোট আক্রান্ত ১৬ লাখ ৬০ হাজার ৯৩৫ জন। মোট মৃত্যু ৩০ হাজার ১০১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫৪ জন, মৃত্যু ১ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৯৮ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ১৬ লাখ ৫৯ হাজার ৭০ জন। মোট মারা গেছেন ৫৬ হাজার ৩৬৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫১৯ জন, মৃত্যু ৭০ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ১৮৪ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৩ জন, মৃত্যু ৩৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন