English

26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ৪৬৫ জন মানুষ

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ২ লাখ ২৭ হাজার ৬১৩ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ১৮৪ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৩ লাখ ৫৩ হাজার ২২৭ জন।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ২ লাখ ৭৯ হাজার ১৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ লাখ ২ হাজার ৫৮ জন। নতুন করে প্রাণ গেছে ১২ হাজার ৪০৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৮ লাখ ৮১ হাজার ৪৬৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৩৩৭ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫ লাখ ২৬ হাজার ৮৭৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ২ লাখ ৬৪ হাজার ৮২০ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৮৪ হাজার ৫৩৬ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৭৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ১৮৪ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ১০ লাখ ১৯ হাজার ৩১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯২০ জন, মৃত্যু ৪৯৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২৩৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৬৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১২৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৮৪ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৬৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ১৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৩৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯২ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু ২৮৭ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৫৮ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ১৮৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ১১৩ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৬২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৩ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৭৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ২৬৫ জন। মোট মৃত্যু ৯১ হাজার ৬৪৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯২ হাজার ৪০৬ জন এবং মৃত্যু ২৫৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৪৪৭ জনের এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২০ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ২৭ হাজার ৬১৩ জন, মৃত্যু ২৪৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ৮৯০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩২০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৩২ হাজার ৯০৮ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬০৭ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৭১০ জনের আর সেরে উঠেছে ৮২ লাখ ১৬ হাজার ৬৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ২১৩ জন, মৃত্যু ৩৬০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৭ লাখ ৯৯ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৯২৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ লাখ ১৮ হাজার ৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬৫০ জন এবং মৃত্যু ১৫৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৮ লাখ ৯৪ হাজার ১১০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৪ হাজার ৪২০ জনের এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ২ হাজার ৮২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫৪৫ জন এবং মৃত্যু ১৮২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৩৫ হাজার ১৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৫২ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৩ জন। মৃত্যু ১৪৭ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৫৯ লাখ ৬৩ হাজার ২৩৮ জন। মোট মৃত্যু ২১ হাজার ৪৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩০ হাজার ৩৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ৩৭৮ জন,মৃত্যু ১৭ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৯৫ হাজার ৬১৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ২০৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৪৫ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ২২৯ জন এবং মৃত্যু ৩১৬ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৩ লাখ ৪৪ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৯৬ জন। মোট মৃত্যু ৩ লাখ ১৪ হাজার ১২৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫২০ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৯১ হাজার ৮৮ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৩০ হাজার ২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩ হাজার ৯৫৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৮২৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৪ হাজার ৩০৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৬ লাখ ৩৭ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৩৩০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ৮২৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৫৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৭৫৫ জন।

জাপানে মোট আক্রান্ত ৪১ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু ২০ হাজার ৯৫৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৫২২ জন, মৃত্যু ২৫৩ জনের।সুস্থ হয়েছেন ৩২ লাখ ৬০ হাজার ৪৫৭ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৫২ হাজার ২৪ জন। মোট মারা গেছেন ৯৭ হাজার ৯৫৫ জন।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ১৫ হাজার ১৯৬ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৬ জন, মৃত্যু ৪৩৫ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৬০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৩৯ জন, মৃত্যু ২০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন