English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৪১ লাখ ৫১ হাজার ৬৫৫ জন মানুষ বা আক্রান্তের ২%

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ শুক্রবার (২৩ জুলাই ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৩৪ লাখ ২২ হাজার ২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৮৩ হাজার ১৬ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৭৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪১ লাখ ৫১ হাজার ৬৫৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬৮০ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৯৪৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৮২ হাজার ৩৭৭ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৬৫১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৬ হাজার ১৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ১৭৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮৬৫ জন, মৃত্যু ৪৮১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ১৯ হাজার ৫০২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৬০ হাজার ৩০৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৬০৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৪৭ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৪৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ৭১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৪৭১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫০১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৪৫৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৫৯ লাখ ৩৩ হাজার ৫১০ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৫৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৯ হাজার ৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৯০৯ জন এবং মৃত্যু ১১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ২ হাজার ৩২১ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৯০৬ জন এবং মৃত্যু ৮৪ জনের। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ২৭ হাজার ৫৩৩ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৫৫ লাখ ৬৩ হাজার ৯০৩ জন। মোট মৃত্যু ৫০ হাজার ৭৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু ৫২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪৮ লাখ ১২ হাজার ৩৫১ জন। মারা গেছেন ১ লাখ ৩ হাজার ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৪৭ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫০০ জন এবং মৃত্যু ২৫৬ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৬ লাখ ৯২ হাজার ৫৭০ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৪৯ হাজার ২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫৭৬ জন। মৃত্যু ৩৫৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ২ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৯২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৯ হাজার ৬০৭ জন।

স্পেনে আক্রান্ত ৪২ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। মোট মৃত্যু ৮১ হাজার ১৯৪ জনের আর সেরে উঠেছে ৩৬ লাখ ৮১ হাজার ১২৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৫৩৫ জন, মৃত্যু ২৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৫৮ হাজার ৪০৬ জন। মোট মৃত্যু ৯১ হাজার ৯৯০ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৪২ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৯৮ জন, মৃত্যু ৩৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৩৬ লাখ ২৩ হাজার ৮৪০ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৬৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৪ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৩১৩ জন এবং মৃত্যু ২২৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৫০৯ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ৩২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৪৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ লাখ ৯২ হাজার ৯২৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮১ হাজার ৮৪০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৩১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৩ হাজার ৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২৬ জন এবং মৃত্যু ৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৬ লাখ ৯৩ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ১৯৮ জন। মোট মৃত্যু ২ লাখ ৩৭ হাজার ২০৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৯৭ জনের। এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার ৮১৫ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন। মোট মারা গেছেন ৬৮ হাজার ৬২৫ জন। সুস্থ হয়েছেন ২১ লাখ ৯ হাজার ৮২০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮৫৮ জন, মৃত্যু ৪৩৩ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৪৬ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭২৬ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৭৯০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৩ হাজার ৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ২০ লাখ ৯৯ হাজার ৫২২ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৫ হাজার ৫৪৭ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭১১ জন,মৃত্যু ১১৮ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ২৭ হাজার ২৭৩ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৭৮৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৩৩ জন, মৃত্যু ৩ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৪৪২ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১১ লাখ ৪০ হাজার ২০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৮৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৯৭ জন, মৃত্যু ১৮৭ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন