English

29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৫৪ জন এবং গুরুতর অসুস্থ ৮৫ হাজার ৩৭ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায় ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৯৪০ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৫ লাখ ১ হাজার ৫২৮ জন।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৮৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ লাখ ১৫ হাজার ৮৮০ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৪০৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৮ লাখ ৪৪ হাজার ৭০১ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ৮৬৬ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৫৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৮৫ হাজার ৩৭ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ১৫৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৪৬ হাজার ১২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯৪০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ১ লাখ ৮৮ হাজার ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ২৬০ জন, মৃত্যু ৩৪৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৭৯৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৯ হাজার ৩৮৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৮৮৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ১৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ১০০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৮ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৬৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৩০২ জন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ১৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৭৪৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু ৩৮৫ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ২৯ জন। মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৬৪৮ জন এবং মৃত্যু ৩৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৫২৯ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৩ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৮০৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৩০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৬ হাজার ৬৩২ জন এবং মৃত্যু ২৬৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ৭১০ জনের এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৩৮ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৪৪৯ জন, মৃত্যু ১৩০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২১ লাখ ৫ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৯৫৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৪ হাজার ২০০ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ৯৯৫ জনের আর সেরে উঠেছে ৭৩ লাখ ৬১ হাজার ৬৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৪ জন, মৃত্যু ৩৮৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজার ২৬২ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৯৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৮৪ লাখ ১ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩২২ জন এবং মৃত্যু ১২৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৭ লাখ ৮০ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৫৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮১ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু ১৩৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ১৪ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৯৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৭২ জন। মৃত্যু ১৮৯ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৫৭ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। মোট মৃত্যু ২১ হাজার ৩৯৬ জন। আর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭৯ হাজার ৫২৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০ হাজার ১৫৭ জন,মৃত্যু ৭ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮০ হাজার ২১৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৩৩১ জন এবং মৃত্যু ৩৩৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫২ লাখ ৮৩ হাজার ৮৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ২৪৭ জন। মোট মৃত্যু ৩ লাখ ১২ হাজার ৬৯৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৭৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৯৯ হাজার ৭৫ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৭ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ৫২৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ১৭৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১১১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯ হাজার ৭৬৩ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৫ লাখ ১ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ২১২ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭০ হাজার ৭৬৯ জন।

জাপানে মোট আক্রান্ত ৩৯ লাখ ১২ হাজার ১৯৮ জন। মোট মৃত্যু ২০ হাজার ৩৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮০ হাজার ২৩৪ জন, মৃত্যু ১৫৭ জনের।সুস্থ হয়েছেন ৩০ লাখ ১০ হাজার ৪৬৭ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৪১ হাজার ৮১১ জন। মোট মারা গেছেন ৯৬ হাজার ৯৯৩ জন।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ২ হাজার ৩১৯ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫০ জন, মৃত্যু ৮ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৯২ জন, মৃত্যু ১৯ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন