English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৩৯৩ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬০ হাজার ৭৪৮ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯২৯ জনের।সর্বোচ্চ সুস্থ আর্জেন্টিনায় ১ লাখ ৪৯ হাজার ৭২৫ জন।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ১১ হাজার ২২২ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৮৬৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৬ লাখ ২১ হাজার ১৮০ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৬ লাখ ৩২ হাজার ৩৩২ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৩৯৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৩৯৩ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৩ হাজার ৭৮৭ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৫৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৪৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭৪ হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১৪৮ জন, মৃত্যু ২৬৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৪২ হাজার ৪৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ২১ হাজার ২৮৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৮৯১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৪৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২ হাজার ৫৬২ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৩২ হাজার ৭২ জন। মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ১৩ জন এবং মৃত্যু ১৬৭ জনের। সুস্থ হয়েছেন ৫৭ লাখ ২২ হাজার ২৭২ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৩৮০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৪০ হাজার ১৫১ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৮ লাখ ৭৭ হাজার ৮২৫ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৩৬২ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৬৪ হাজার ৪১৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু ১০৩ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৬৫ লাখ ৯০ হাজার ৪১৪ জন। মোট মৃত্যু ৫৯ হাজার ১৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৫৫ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু ২৫৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫২ লাখ ৩৭ হাজার ৭৯৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১২ হাজার ৯৩৫ জনের এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৮১ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৮২১ জন এবং মৃত্যু ৫০৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ১৮ হাজার ৯৯৩ জন। মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ৬২ হাজার ১১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৬১ জন এবং মৃত্যু ১৩৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ২৫ হাজার জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৪৮০ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৬১ হাজার ৩৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮০৩ জন। মৃত্যু ৫৩ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৩ হাজার ২১ জন। মোট মৃত্যু ৮৫ হাজার ২১৮ জনের আর সেরে উঠেছে ৪৫ লাখ ২৯ হাজার ৪১১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭৬৩ জন, মৃত্যু ৭১ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫২২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৩১ হাজার ২৫৭ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪১ লাখ ৫৩ হাজার ৩৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৮ হাজার ১১৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮৭ হাজার ৪১০ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪০ লাখ ৫৮ হাজার ৯৪০ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ৪০ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৯৩ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ২২৮ জন, মৃত্যু ৫২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৪ লাখ ৬৫ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮৭৬ জন। মোট মৃত্যু ২ লাখ ৬৫ হাজার ৪২০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৭৯ জনের। এবং সুস্থ হয়েছেন ২৮ লাখ ৯ হাজার ২৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৯২ হাজার ১১৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৪০৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৭ হাজার ৭৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১১ জন এবং মৃত্যু ৬ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৮ লাখ ৪৩ হাজার ৪২ জন। মোট মারা গেছেন ৮৪ হাজার ৩২৭ জন। সুস্থ হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭০৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৬৯ জন, মৃত্যু ১৭৫ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৩ লাখ ৬ হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৬৩ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ১৭৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬১ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৫৬৩ জন।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২১ লাখ ৬১ হাজার ৮৯২ জন। মোট মৃত্যু ৩৪ হাজার ৭৩৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮২০ জন, মৃত্যু ৬১ জনের।সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৮৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৫৮ হাজার ৪৯৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৮ হাজার ৬২১ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫৭ জন,মৃত্যু ২৬ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৯৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৮৮ জন, মৃত্যু ৫৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন