English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে গুরুতর অসুস্থ ৮৮ হাজার ৭৪০ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে ৮২ হাজার ৮৮৬ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ২৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ৪১ হাজার ৫০১ জন।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৫০ লাখ ১৭ হাজার ৩৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৭৮ হাজার ৬৭ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৩৭৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৩৪৭ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৯৬৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২৭ লাখ ৯১ হাজার ৮২৭ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৮ হাজার ৭৪০ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৭৫১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ২৭ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১০৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৬৩ জন, মৃত্যু ১৩২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৮৩৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯৪০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ২১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮২ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু ৪৫ জনের। সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৮৩ হাজার ৩৫৫ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ১৪ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৯৬৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ২০৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৮৪ হাজার ৯২১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৯১ লাখ ৭১ হাজার ১১৯ জন। মোট মৃত্যু ৮০ হাজার ৪১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৮৫ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৯১০ জন এবং মৃত্যু ১৭১ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৮৬ লাখ ২৫ হাজার ৮৪৯ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৪৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৬ হাজার ৯০৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ৪৭৩ জন এবং মৃত্যু ৭৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬৮ লাখ ১২ হাজার ৭৩৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৮ হাজার ৯৬৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৫৩ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ১৯০ জন, মৃত্যু ১২৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৭০ হাজার ৯৭৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজার ৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৪ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৬৮ জন এবং মৃত্যু ৫০ জনের।

স্পেনে আক্রান্ত ৫৪ লাখ ৫৫ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৭০৮ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৬৮ হাজার ২৮৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৩৫৯ জন, মৃত্যু ৪১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৮৯ হাজার ৭০৭ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৯০৩ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৫৪ জন এবং মৃত্যু ৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮৯ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ২৫৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৯১ হাজার ২৩৯ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫১ লাখ ৭ হাজার ৩২৩ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪৬ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৮ জন। মৃত্যু ৫৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৬০ হাজার ৫৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১১ হাজার ৬১৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫৮ হাজার ৮৪০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১ হাজার ৪৮৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৭০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩২ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৩০ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৭ হাজার ৮৩৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৬৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ৯১৮ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৬ লাখ ৮ হাজার ১৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬০২ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ১০৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৩১ হাজার ৮৬৫ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৩ লাখ ৮ হাজার ৭৪ জন। মোট মারা গেছেন ৯০ হাজার ৩৪৮ জন।সুস্থ হয়েছেন ৩০ লাখ ১০ হাজার ৫১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৪৬৫ জন, মৃত্যু ৩ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৯ লাখ ৮০ হাজার ৩ জন। মোট মৃত্যু ২০ হাজার ৪৬৮ জন। আর সুস্থ হয়েছেন ২৩ লাখ ৭৯ হাজার ৪২৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৫৯ জন,মৃত্যু ৪৮ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৭ হাজার ৫৭৭ জন। মোট মৃত্যু ৫০ হাজার ৭৩৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৩ জন, মৃত্যু ৬৪ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৭ হাজার ১০৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১১ জন, মৃত্যু ১ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন