English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৯৭ হাজার ৯৬৩ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩ হাজার ৮৯৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫৯৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ৬৮৩ জন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ১৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৯৭ হাজার ৯৬৩ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৬৯৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫১ লাখ ৯২ হাজার ২৪৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৬৭৯ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ১০৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৯৩৩ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮২ হাজার ২৮৮ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ৭৯২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৯৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৯৮ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১১৯ জন, মৃত্যু ৩৯৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৮৮২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৬৬ হাজার ৯৮০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৬৯৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৮৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৭৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৭৪ হাজার ৮৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৬৭৬ জন এবং মৃত্যু ১৪৯ জনের। সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৩৪ হাজার ১৮৮ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৩৪ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৫৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৭ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২৪০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮১ লাখ ২৬ হাজার ৩৭৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৮৬ লাখ ৫২ হাজার ১৭২ জন। মোট মৃত্যু ৭৫ হাজার ৬১৮ জনের এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৭৮ হাজার ৫২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৫৯২ জন এবং মৃত্যু ১৭৫ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭৪ লাখ ৮৩ হাজার ২৮২ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৭১ হাজার ৬৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৫৯১ জন এবং মৃত্যু ৮১ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬০ লাখ ৯২ হাজার ৮২২ জন। মোট মৃত্যু ১ লাখ ২৯ হাজার ২৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮১৩ জন এবং মৃত্যু ৯৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৫৫ লাখ ৪৬ হাজার ৯১৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৮১ জনের এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ১২ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৩ হাজার ৯৬৬ জন, মৃত্যু ৩২১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ১৭ হাজার ৬৩৩ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৪১৫ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৪৪ জন এবং মৃত্যু ৩৩ জনের।

স্পেনে আক্রান্ত ৫১ লাখ ৩ হাজার ৩১৫ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৮৬৬ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৯ হাজার ৯০০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৭৭ জন, মৃত্যু ৩৪ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৫২ হাজার ৭৩৩ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৯৩ হাজার ৪২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৭৮ জন। মৃত্যু ৫০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪২ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৭ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৫৪ হাজার ২৯৫ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৩ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৭৫৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ২ হাজার ৩২৩ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬৪ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯১৬ জন। মোট মৃত্যু ২ লাখ ৯২ হাজার ৫২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৩ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ২৭ হাজার ২৭ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৬ হাজার ১২৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১ হাজার ৬৮৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৯ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৩৮০ জন এবং মৃত্যু ৪৬০ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৩ লাখ ৬৭ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩২৫ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৯১৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯৫ জনের এবং সুস্থ হয়েছেন ২৮ লাখ ২৫ হাজার ৬৪১ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ৩০ হাজার ১৭৪ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৫৮৪ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ২১ হাজার ৪৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১২ জন, মৃত্যু ১০ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ২৭ হাজার ৮২০ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ৪৮২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৫৩ জন, মৃত্যু ১৯৫ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৬১ হাজার ৬১৭ জন।

মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৬ লাখ ২ হাজার ৮৩৫ জন। মোট মৃত্যু ৩০ হাজার ১৪৭ জন। আর সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩ হাজার ৪২৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭৫৫ জন,মৃত্যু ৩৭ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১২ জন, মৃত্যু ৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন