English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ১৫ হাজার ১০২ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৬৯ হাজার ৪৯৮ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ২০৯ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৬৬ হাজার ৪৮০ জন।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ১৫ হাজার ১০২ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৩৬৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫২ লাখ ২৪ হাজার ৪৫৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৬৯ লাখ ৮ হাজার ২০১ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৭৮৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৩ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৪ হাজার ৩৬৯ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৯৩ লাখ ১ হাজার ৭০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৪৯৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ১ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৯০ লাখ ৩২ হাজার ২৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৬৫ জন, মৃত্যু ২১৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৯৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৬৮ হাজার ৭৯০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৮ হাজার ১৭৩ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৮৪ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৪৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৪ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৩ লাখ ৪ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লাখ ৮৯ হাজার ৫৯ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু ৩৫ জনের। সুস্থ হয়েছেন ৯০ লাখ ২৫ হাজার ৭৭৩ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ৪ হাজার ২৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৮৬০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২০৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৯৫ হাজার ৮১১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৮৭ লাখ ৭০ হাজার ৩৭২ জন। মোট মৃত্যু ৭৬ হাজার ৬৩৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮৩ লাখ ১ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৭৯ জন এবং মৃত্যু ১৮৯ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭৬ লাখ ২৮ হাজার ৩২৭ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৬ জন এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ১৩ হাজার ২৬৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৭৯ জন এবং মৃত্যু ১২২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ১৩ হাজার ১৯২ জন। মোট মৃত্যু ১ লাখ ২৯ হাজার ৭১১ জনের এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৭৩ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩১০ জন এবং মৃত্যু ৮২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৫৮ লাখ ২৫ হাজার ৫৪৩ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ৬৫২ জনের এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৫২ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৫৮২ জন, মৃত্যু ২৪১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ২৮ হাজার ৪১৬ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৫৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৯২ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৬৮ জন এবং মৃত্যু ২৫ জনের।

স্পেনে আক্রান্ত ৫১ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৮ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ২০ হাজার ৮৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৩৭ জন, মৃত্যু ১৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৬৭ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭ হাজার ৪৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৭৫ জন। মৃত্যু ৩৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১৫ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৭৫ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৯২ হাজার ৪০৮ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৬ হাজার ১১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৮১৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৮৩ হাজার ৮৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫০ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৩ হাজার ৮৯৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৪০ হাজার ৫২১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ২০ হাজার ৯৬১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩০ লাখ ২২ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ১১৫ জন এবং মৃত্যু ১৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৪ লাখ ২৭ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮০৪ জন। মোট মৃত্যু ৮৫ হাজার ৪১৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ২৯ লাখ ২০ হাজার ৭১৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ৬৩ হাজার ৬৭৯ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৮২২ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৪৯ হাজার ৪৩৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৭৩ জন, মৃত্যু ২৫ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩২ হাজার ৩৭৫ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৫০১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৬৫ জন, মৃত্যু ১৪১ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৬৭ হাজার ৫৮৫ জন।

মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৬ লাখ ২৭ হাজার ৯০৩ জন। মোট মৃত্যু ৩০ হাজার ৩৭০ জন। আর সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩২ হাজার ৩৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৭ জন,মৃত্যু ৬১ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৬ হাজার ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৭ জন, মৃত্যু ২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন