English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৯৯২ জন, প্রাণ গেছে ১১ হাজার ৩৩২ জনের

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৩২ জনের।সর্বোচ্চ সুস্থ ভারতে ৩ লাখ ৩৫ হাজার ৯৩৯ জন।

আজ শনিবার (২৯ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৪ লাখ ৯৭ হাজার ৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৯৯২ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ৩৩২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৬ লাখ ৬৮ হাজার ২৮২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৪ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩ লাখ ৮ হাজার ৫১২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৩০০ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৯৩ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৫ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৩২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৩৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জন, মৃত্যু ৮৬২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৫৮ হাজার ২৪১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৯৩ হাজার ২১৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭১০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৩৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৭৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯১৪ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ২২৭ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ২৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ১০৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫০৩ জন এবং মৃত্যু ২৬৩ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯৮০ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ হাজার ১৭৬ জন এবং মৃত্যু ২৭৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯ হাজার ৬৯৪ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৮ হাজার ৪০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ১৯৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৮৭১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ৫২ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৩ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু ২১০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন।

স্পেনে আক্রান্ত ৯৭ লাখ ৭৯ হাজার ১৩০ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৯৬৬ জনের আর সেরে উঠেছে ৫৮ লাখ ৩৯ হাজার ৮৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২ জন, মৃত্যু ১৯৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৯৫ লাখ ২৪ হাজার ১০১ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ২৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৯৪ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪ জন, মৃত্যু ১৭৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮২ লাখ ৭১ হাজার ৬৩৬ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৬৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৮৭ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩ হাজার ৮৮৪ জন এবং মৃত্যু ৩০৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৩ লাখ ১০ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৩৫৬ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৫ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৭৫৭ জন এবং মৃত্যু ২৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৮ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ৫৬০ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৪ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৯৪৬ জন। মৃত্যু ২৬৮ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৮ লাখ ২৮ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ১৫০ জন। মোট মৃত্যু ৩ লাখ ৪ হাজার ৮০৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৯৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৯৫ হাজার ৭০০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৫২ হাজার ৭০০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ৯০৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৫ হাজার ৭৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ২৬২ জন এবং মৃত্যু ২৭১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৩ লাখ ১৯ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯০৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ২৬৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩১ হাজার ৩৩৩ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৪২ লাখ ৫ হাজার ৬৪৯ জন। মোট মৃত্যু ২১ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮০ হাজার ৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ১৯ জন,মৃত্যু ৯ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৯ লাখ ৮০ হাজার ৬১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৪০৮ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৮৮২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৮ হাজার ৯৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৯৮ হাজার ২৮৮ জন। মোট মারা গেছেন ৯৪ হাজার ৭৮৪ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৩৬ হাজার ৩২৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭৮৯ জন, মৃত্যু ১৩৩ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৫ লাখ ১১ হাজার ৪৯১ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৮০১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৬৩৮ জন, মৃত্যু ৬৮ জনের।সুস্থ হয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৩২ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৪৪০ জন, মৃত্যু ২০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন