English

27 C
Dhaka
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪
- Advertisement -

বয়স বাড়লে হাড়ের যত্ন নেবেন যেভাবে

- Advertisements -

ডা. লুৎফুন্নাহার নিবিড়: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই হাড়ের সমস্যা দেখা দেয়। বিশেষ করে বয়স ৬০ না পেরোতেই আমাদের হাড় দুর্বল হতে শুরু করে। হাঁটু-কোমর-পা ব্যথা হয় অল্প শ্রমেই। সেসব কাটিয়ে উঠতে কী কী করবেন, তা জেনে নিন।

সক্রিয় থাকুন

যাদের বয়স ৬৫ পেরিয়েছে, তাদের সপ্তাহে কমপক্ষে আড়াই ঘণ্টা ব্যায়াম করা উচিত। অর্থাৎ দৈনিক ৪০-৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করা খুবই জরুরি। যদি একবারে কষ্ট হয়, তাহলে সারাদিন ধরে অল্প অল্প করে ব্যায়াম করবেন। এ ছাড়া দৈনিক বাজার, বাগান করা বা লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে ওঠানামা করা ভালো। যারা যোগব্যায়াম বা অ্যারোবিক ব্যায়াম করে অভ্যস্ত, তা ছেড়ে দেবেন না। কারণ, বার্ধক্যে কিছু না করার চেয়ে সক্রিয় থাকাটাই উপকারী।

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে প্রতি ২০-৩০ মিনিট পরপর উঠে দাঁড়ান এবং একটু হাঁটাচলা করুন।

নিজের ভারসাম্য রক্ষা

বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের গাঠনিক উপাদানের পরিমাণ কমতে থাকে, তাই পড়ে গেলে অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। নিজের ভারসাম্য রক্ষার দিকে খেয়াল রাখুন। নিয়মিত চোখ ও কান পরীক্ষা করান। কারণ, দৃষ্টি ও শ্রবণের ওপরে আমাদের ভারসাম্য অনেকখানি নির্ভরশীল।
অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ থাকলে অবশ্যই সাবধানে থাকবেন। কোমর বাঁকা করে কোনো জিনিস তোলা থেকে বিরত থাকুন।
তার বদলে হাঁটু ভাঁজ করে বসে জিনিসটি নিচ থেকে তুলবেন।

পুষ্টিকর ও সম্পূরক খাবার

বেশি বা কম ওজন– উভয়ই হাড়ের জন্য ক্ষতিকর। ইন্টারনেটে ‘বডি মাস ইনডেক্স’ বা বিএমআই ক্যালকুলেটরের সাহায্যে উচ্চতা ও বয়স অনুযায়ী নিজের সঠিক ওজন কত, তা জানতে পারবেন।

পূর্ণবয়স্ক মানুষের গড়ে দৈনিক ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন হয়। খাবার থেকে যার অনেকটা পূরণ হওয়া উচিত।

আমিষ, ভিটামিন ডি ও ক্যালসিয়ামযুক্ত খাবার খান। সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, সবুজ শাক, ব্রুকলিজাতীয় সবজি, দুধজাতীয় খাদ্য– বিশেষত পনির, সয়াবিন, ইলিশ মাছ, ছোট মাছ ইত্যাদি খেতে পারেন।

রোদে গেলেও ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বয়স অনুযায়ী ভিটামন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ট্যাবলেটও খেতে পারেন।

অন্যান্য

হাড়ের যত্নের স্বার্থে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। নারীদের মেনোপজের পর ও পুরুষদের বার্ধক্যে হরমোন তারতম্যের প্রভাব পড়ে হাড়ের ওপর। তাই নির্দিষ্ট বয়সের পর নিয়মিত থাইরয়েড হরমোন ও অন্যান্য পরীক্ষা করান।

লেখক : মেডিকেল অফিসার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা। 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন