দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৮৫টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।