করোনার তরঙ্গে বিপর্যস্ত পৃথিবী। ছোট, বড় সবাই করোনায় আক্রান্ত হচ্ছে। আবার করোনার নতুন ঢেউয়ে ছোটদের সংক্রমিতদের হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি বলে মনে করছেন চিকিৎসকেদের একাংশ। এ নিয়ে চিন্তায় বাবা মায়েরা। করোনার এই পরিস্থিতিতে শিশুদের কীভাবে সুরক্ষিত রাখা যায় তাই এখন দেখার বিষয়। তবে সবার আগে জানা জরুরি শিশুদের মধ্যে করোনার উপসর্গ।
১) বড়দের মতোই জ্বর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশুর জ্বর এসেছে মনে হলে সাবধান হওয়া জরুরি।
২) পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে অনেক শিশুর ক্ষেত্রে। শিশুটি খাবার হজম করতে পারছে না মনে হলে সতর্ক হতে হবে। কারণ বহু ক্ষেত্রেই এর সঙ্গে করোনা সংক্রমণের সূত্র পাওয়া যাচ্ছে।
৩) ত্বকে লাল ভাব, র্যাশ দেখলেও একটু খেয়াল রাখুন। তা বেশি বাড়তে দেবেন না। বহু শিশুর ক্ষেত্রে সংক্রমণের প্রথম ইঙ্গিত দিচ্ছে এই র্যাশ।