English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৩৮৬ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১লাখ ২৬ হাজার ৯৮৯ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৩৫৭ জনের এবং সর্বোচ্চ সুস্থ দক্ষিণ কোরিয়ায় ৬৫ হাজার ১৭২ জন।

আজ বুধবার (১৮ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৩৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৯৩৯ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২২৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৭ লাখ ৩৩ হাজার ৫৭২ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ১৯১ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৬৩৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ১৬ হাজার ২৮০ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৫ হাজার ৩৪৩ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১০ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৪১১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৭৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ২৫ হাজার ৮৯৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১১৬ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১০ কোটি ৪ লাখ ৯২ হাজার ৯৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৯ জন, মৃত্যু ১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪৭২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৫৬২ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৮২ হাজার ৪৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৮১ জন এবং মৃত্যু ৯৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ১৫৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৭১ লাখ ৩ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৪৫০ জন, মৃত্যু ১৮৮ জনের।

ব্রাজিল আক্রান্তে ৫ম অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ২৭৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৯৫ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৩০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৮ জন সুস্থ হয়েছেন।

জাপানে মোট আক্রান্ত ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮১০ জন। মোট মৃত্যু ৬৩ হাজার ৩২০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন, মৃত্যু ৩৫৭ জনের।সুস্থ হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৯২৩ জন।

এর পরের অবস্থানে দক্ষিণ কোরিয়া। মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ২৩৪ জন। মোট মারা গেছেন ৩৩ হাজার ১৪ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৩৬৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ১৯৯ জন, মৃত্যু ৩০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৭৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৩৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ৯৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ১০৬ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।মারা গেছেন ২ লাখ ২ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৪৫ জন এবং মৃত্যু ১৩৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ২৭৯ জন।

আক্রান্তে ১০ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৪৮৩ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৩৯ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন