এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ৮২ হাজার ৬১৪ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৪২৫ জনের এবং সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৪৮ হাজার ৭৮ জন।
আজ শনিবার (২১ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৪৭৯ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৭৯০ জনের।এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৭ লাখ ৪২ হাজার ২৩৪ জন মানুষ বা আক্রান্তের ১%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার ৫৭ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩২৯ জন।বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৪ হাজার ৬৪১ জন বা আক্রান্তের ০.২%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪০২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ২৮ হাজার ৫০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১০ কোটি ৭ লাখ ৬৫ হাজার ২৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৯ জন, মৃত্যু ১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪৭২ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৭৪৮ জন। মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩০৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু ৪৪ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন।মোট মৃত্যু ১ লাখ ৬৪ হাজার ৭০৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮৬৬ জন, মৃত্যু ১১৮ জনের।
ব্রাজিল আক্রান্তে ৫ম অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন।আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৯৬ হাজার ২৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৭ জনের।এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৮৫১ জন সুস্থ হয়েছেন।
জাপানে মোট আক্রান্ত ৩ কোটি ১৯ লাখ ১ হাজার ৯২৪ জন।মোট মৃত্যু ৬৪ হাজার ৬৪৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮২ হাজার ৬১৪ জন, মৃত্যু ৪২৫ জনের।সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন।
এর পরের অবস্থানে দক্ষিণ কোরিয়া। মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৩৬৬ জন।মোট মারা গেছেন ৩৩ হাজার ১৩৪ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৬ হাজার ৪৩১ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৪০৮ জন, মৃত্যু ৩০ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৬৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৩৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৯২ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।মারা গেছেন ২ লাখ ২ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৪৫ জন এবং মৃত্যু ১৩৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ২৭৯ জন।
আক্রান্তে ১০ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৬১০ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৯১৯ জন।