নাসিম রুমি: বার্সেলোনার আদালত গেল বুধবার দানি আলভেসেকে শর্তসাপেক্ষে জামিনের রায় দেয়। তবে ১০ লাখ ইউরো জমা দিতে না পারায় জেল থেকে ছাড়া পাচ্ছিলেন না তিনি।
বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে ১০ লাখ ইউরো জমা দিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। তাই আলভেসের কারামুক্ত হতে এখন আর বাধা নেই।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে আলভেসকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই কারাগারে আছেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
দোষী প্রমানিত হওয়ায় গত মাসে তাকে সাড়ে চার বছরের জেল দেয় আদালত।
অবশ্য জেল থেকে ছাড়া পেলেও তার ব্রাজিলিয়ান ও স্প্যানিশ পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা থাকবে, যেন স্পেন থেকে কোথাও যেতে না পারেন।
প্রতি সপ্তাহে আদালতে হাজিরাও দিতে হবে তাকে।