নাসিম রুমি: ইউরোর গ্রুপ পর্বের শেষ দিন ছিল গতকাল। গ্রুপ ‘এফ’ এর দুই ম্যাচ শেষ হতেই দ্বিতীয় রাউন্ডের বাকি দুই দল নিশ্চিত হয়েছে। সবাইকে চমকে দিয়ে রোনালদোর পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জর্জিয়া। জর্জিয়ার জয়ে গ্রুপের তৃতীয় সেরাদের চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে হাঙ্গেরির।
গ্রুপ এফের দুটি ম্যাচ মাঠে গড়ানোর আগেই শেষ ষোলোর ১৫টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল একটি দল, যেখানে হাঙ্গেরির ভাগ্য ঝুলছিল পর্তুগালের ওপর। জর্জিয়ার বিপক্ষে পর্তুগাল ড্র করতে পারলেও শেষ ষোলোতে উঠে যেত হাঙ্গেরি। কিন্তু রোনালদোর দল জর্জিয়ার কাছে দাঁড়াতেই পারেনি, ২-০ গোলে হেরে নিজেরা গ্রুপ সেরা হলেও হাঙ্গেরির স্বপ্ন শেষ করে দিয়েছে পর্তুগাল। রোনালদোর হেরে গেলেও শঙ্কার কিছুই নেই, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে তার দল।
ইউরোর শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে আগামী ২৯ জুন।