নাসিম রুমি: মাঠে দাপট ছড়াচ্ছেনই, মাঠের বাইরেও থেমে নেই মহাতারকা লিওনেল মেসি। এবার ‘মাস+ বাই মেসি’ নামে নতুন স্পোর্টস ড্রিংক বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
মেসি জানান মাঠে খেলার সময় নিজের শরীরে তরলের চাহিদা পূরণের জন্য মনের মতো পানীয়ের অভাবে ভুগছিলেন তিনি। সেখান থেকেই চিন্তা করেন নিজেই পানীয় ব্র্যান্ড চালু করার, যা কর্মক্ষমতা ও স্বাদের মধ্যে সমন্বয় করতে সক্ষম হবে। তারই ফলশ্রুতিতে এ স্পোর্টস ড্রিংক আসতে যাচ্ছে বাজারে।
মাস+ পানীয়তে থাকছে ইলেক্ট্রোলাইট, ভিটামিন ও প্রাকৃতিক স্বাদ। ১৬.৯ আউন্সের প্রতিটি বোতল থেকে পাওয়া ১০ ক্যালরি। এতে চিনির পরিমাণ ১ গ্রাম।
চারটি স্বাদে আসছে মাস+। মায়ামি পাঞ্চ, অরেঞ্জ ডি’অর, বেরি কোপা ক্রাশ এবং লিমন লাইম লিগ। যার প্রত্যেকটিই মেসির ক্যারিয়ারের একেকটি মাইলফলকের পরিচায়ক। মাস+ শব্দটির স্প্যানিশ অর্থ ‘আরও বেশি’, যা মেসির জীবন পরিচালনার আদর্শ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
মার্ক অ্যান্থনি ব্র্যান্ড এর হোয়াইট ক্ল নামক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এ পানীয় বাজারে আনছেন মেসি। আগামী ১৩ জুন থেকে ফ্লোরিডায় পাওয়া যাবে এটি।