নাসিম রুমি: সৌদি আরবের ক্লাব থেকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পেয়েছিলেন পাওলো দিবালা। সংবাদ মাধ্যমে খবর হয়েছিল ডিভিশন ওয়ান থেকে সৌদি প্রো লিগে উন্নীত হওয়া আল কাদিসিয়াহ আর্জেন্টাইন ফুটবলারকে পাওয়ার জন্য মরিয়া।
তবে সৌদির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রোমাতেই থাকার সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সৌদি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই জাতীয় দলের দরজা খুলে গেছে দিবালার জন্য।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই দলে দিবালা প্রথমে ডাক না পেলেও গতকাল তাকে দলভুক্ত করেছেন লিওনেল স্কালোনি।
এর আগে রোমাতে থাকা নিয়ে দিবালা বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় আমি অনেক কিছু ভেবেছি। আমার পরিবার, জীবন-যাপন, দল, এই শহর এবং জাতীয় দলে ফেরাটাকে প্রাধান্য দিয়েছি।’
ইউরোপ ছেড়ে সৌদিতে খেলতে গেলে জাতীয় দলের ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে, এমনটি ভেবেই সৌদি যাননি দিবালা। তার ফলাফলও পেলেন তিনি।
দিবালাকে কাদিসিয়াহ তিন বছরের জন্য ৬০ মিলিয়ন ইউরো চুক্তিতে বেশ কয়েকটি সুবিধাসহ প্রস্তাব করেছিল।