মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলের অন্যতম একজন ছিলেন মিডফিল্ডার রিতুপর্ণা চাকমা। সিরিজ জয়ের আনন্দ নিয়েই তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বাড়ি ফেরার আগেই আনন্দ রুপ নিয়েছে বিষাদে। আকস্মিক দুর্ঘটনায় মারা গেছেন রিতুপর্ণার ১৭ বছরের একমাত্র ভাই পড়ুয়া পার্বন।
রিতুপর্ণার বাড়ি রাঙামাটি। নিজ বাড়িতেই ছিলেন তার ভাই। আজ (বুধবার) সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন পড়ুয়া। জেলার কাউখালি উপজেলার মোগাছড়ি গ্রামে কলেজ থেকে ফেরার পর গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন উচ্চ মাধ্যমিক পড়ুয়া পার্ব।
রিতুপর্নার ভাইয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘রিতুপর্নার ছোট ভাই মারা গেছে আজ সন্ধ্যায়। এমনই খবর পেয়েছি আমরা। এটা আসলেই দুঃখজনক খবর। ’
বয়সভিত্তিক জাতীয় দলের গন্ডি পেড়িয়ে এখন সিনিয়র দলের নিয়মিত মুখ রিতুপর্ণা চাকমা। মাঝ মাঠে তার ফুটবল শৈলি আলাদাভাবে নজর কাড়ে।