নাসিম রুমি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বাফুফের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্থিক অনিয়ম আর জালিয়াতির কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) দুই বছরের জন্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে।
আবু নাইম সোহাগের জায়গায় ২০১৭ সাল থেকে বাফুফেতে কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও প্রটোকল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
আবু নাইম সোহাগের ঘটনায় কলঙ্কিত বাফুফে। বিষয়টির তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।