নাসিমরুমি: সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (২১ সেপ্টেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অসাধারণ পারফরমেন্স ও ঐতিহাসিক অর্জন দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে, আনন্দে ভাসিয়েছে। তাদের এই প্রচেষ্টায় সমর্থন জোগানো এবং পাশে থাকার নিদর্শন হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।
বিসিবি সভাপতি আরও বলেন, সাফ ফুটবলে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে দেশের পুরুষ এবং নারী খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।