ইন্টার মিয়ামিতে সময়টা বেশ উপভোগ করছেন লিওনেল মেসি। বর্তমানে কোপা আমেরিকা খেলতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। নানা চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘদিন পর মেসির কল্যাণে অধরা বিশ্বকাপ ট্রফির সাধ পেয়েছে আর্জেন্টিনা। বয়সটাও ৩৬ হয়ে গেছে মেসির। পরের বিশ্বকাপে যা গিয়ে দাঁড়াবে ৩৮-এ। সেই বয়সে বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলাটাও বেশ চ্যালেঞ্জিং।
সম্প্রতি ‘ইনফোবাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন মেসি। যেখানে ২০২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে বেশ খোলামেলা আলোচনাই করেছেন ‘লা পুলগা।’
মেসি বলেন, ‘এটা নির্ভর করছে কী রকম আমি অনুভব করছি। আমার বাস্তবিক চিন্তায় দেখতে হবে শারীরিকভাবে কতটা সমর্থ আমি। এবং এটাও জানতে হবে আমি দলকে নিয়ে লড়াই করতে পারবো কিনা এবং সাহায্য করতে পারবো কি না। এখনো অনেক সময় বাকি আছে। আমি জানি, তখন আমি কেমন অবস্থায় থাকবো। বয়স একটা বাস্তব জিনিস। যদিও এটি কেবল সংখ্যা মাত্র।’
ইউরোপের খেলার সময়ের সঙ্গে মিয়ামিতে খেলার সময়টাকেও কিছুটা তুলনা করে মেসি বলেন, ‘আমি ইউরোপে যেখানে প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলতে হতো, এখানে সেটা হচ্ছে না। তবে এটি নির্ভর করছে কেমন অনুভব করবো এবং আমি কতটা পারফরম্যান্স ধরে রাখতে পারবো।’