English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

লিওনেল মেসি করোনায় আক্রান্ত

- Advertisements -

নতুন বছরের শুরুতেই খারাপ খবর শোনালো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সুপারস্টার লিওনেল মেসি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি। সেখান থেকে শনিবার প্যারিসে ফেরার পর পিসিআর টেস্ট করা হয় তার। টেস্টের ফল এসেছে পজিটিভ।

শুধু মেসি নন, পিএসজির আরো তিন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘পজিটিভ হওয়ার চারজন হলেন লিওনেল মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিটুমাজালা। হেলথ প্রটোকল বজায় রাখতে বর্তমানে আইসোলেশনে রয়েছেন তারা।’

সোমবার ভেনেসের বিপক্ষে কোপ ডি ফ্রান্স কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মেসির। পিএসজির জার্সিতে মেসি সর্বশেস ম্যাচ খেলেন গত ২২শে ডিসেম্বর লিগ ওয়ানে লঁরিয়ের বিপক্ষে।

ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে পিএসজি। নতুন বছরের শুরুতে করোনা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, ‘২০২১ সালে আমি যা অর্জন করেছি তাতে কেবল ধন্যবাদ জানাতে পারি বছরটাকে। যদিও করোনার কারণে বিশ্বব্যাপী খারাপ সময় কেটেছে সবার। আশা করি, ২০২২ সালটা স্বাস্থ্যকর কাটবে। সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা।’

কপাল মন্দ, করোনা থেকে রেহাই মিললো না মেসির।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন