নাসিম রুমি: সৌদি আরবে প্রতি ম্যাচেই নেতিবাচক কারণে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে হারের দিনে নিজ দলের কোচিং স্টাফদের ওপর চটলেন তিনি।
২৩ মিনিটে বুগুয়েলের বাইসাইকেল কিকে আল নাসরকে পেছনে ফেলে আল ওয়েহদা। বিরতির সময় রোনালদো হতাশা লুকাতে পারেননি। মাথা নাড়াতে থাকেন, ডাগ আউটে পৌঁছে দলের কোচিং স্টাফদের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর টানেলে প্রবেশ করেন।
গোটা ম্যাচে রোনালদো ৬টি শট নিয়েও কোনোটি লক্ষ্যে রাখতে পারেননি। ৫৩ মিনিটে ওয়েহদার আল আফিথ লাল কার্ড দেখেন।
১০ জন নিয়েও রোনালদোদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে তারা। তাতে টানা তিন ম্যাচ জয়হীন আল নাসর, একই সঙ্গে ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার।