English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা

- Advertisements -

নাসিম রুমি: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে নতুন পরিবেশেও দুর্দান্ত ছন্দে পর্তুগিজ মহাতারকা। বয়স পেরিয়েছে ৩৮। তবে জাতীয় দলে এখনো গুরুত্ব কমেনি তার।

জাতীয় দলেও নিজের জায়গা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে রেখেই ২০২৪ সালের ইউরো বাছাইয়ে দল দিয়েছে পর্তুগাল। স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল দিয়েছে কোচ রবার্তো মার্টিনেজ।

বর্তমান কোচ মার্টিনেজ আগেই থেকেই বলছিলেন, রোনালদোর অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে বাড়তি উৎসাহ দিবে। রোনালদো ছাড়াও দলে আছেন জোয়াও কানসেলো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, দিওগো জোটা ও গঞ্চালো রামোসরা।

পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো দালোত, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, গনকালো ইনাসিও ও টোটি গোমেজ।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, ওতাভিও, ভিতিনহা ও বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), রিকার্ডো হোর্তা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, গনসালো রামোস, ডিয়াগো জোতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন