জার্মান বুন্দেসলিগার ম্যাচে শুক্রবার রাতে ভলফসবার্গের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। সে ম্যাচে বায়ার্ন জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। ম্যাচে একটি গোল করেছেন বার্য়ানের রবার্ট লেভানদোস্কি। ওই গোলে মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বছরে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি।
গতরাতে লেভানদোস্কি যে গোলটি করেন সেটি ২০২১ সালে তার ৬৯তম গোল। ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকাকালীন ৬৯টি গোল করেছিলেন। তবে এক বছরে সবচেয়ে বেশি গোল করার মালিক লিওনেল মেসি। তিনি ২০১২ সালে ৯১টি গোল করেছিলেন। তার এই রেকর্ডটি ভাঙার কোনো সুযোগ নেই এই পোলিশ স্ট্রাইকারের৷। কারণ এ বছর আর কোনো ম্যাচ নেই লেভানদোস্কিদের।
মেসির পরই রয়েছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এক বছরে তিনি ৮৫টি গোল করেছিলেন। এরপর রয়েছেন পেলে (৭৫), রোমারিও (৭২) ও জিকো (৭২)। পেলে এক বছরে ৭২ গোলও করেছিলেন একবার। এরপরই ৬৯ গোল করা রোনালদো ও লেভানদোস্কির স্থান।