বয়সটা ৩৯! তবে বয়সকে তোয়াক্কা না করে এখনো সেরা ফুটবলারের কাতারে প্রতিনিয়ত নিজের নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শরীর নিয়ে বেশ সচেতন এই পর্তুগিজ ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় দেন না।
সৌদি ক্লাব আল নাসরের হয়ে এ মৌসুমে রোনালদো অবিশ্বাস্য ৪৮টি গোল করেছেন। যেখানে কিং কাপের শিরোপার স্বাদও পেতে পারেন তিনি।
এদিকে রিয়ালের সাবেক তারকা রোনালদোর প্রতি সমর্থকদের এখনো আগের মতোই প্রত্যাশা রয়েছে। তবে এত প্রত্যাশার চাপ সামলেও কীভাবে নিজের মন ও শরীর শিথিল রাখা যায় এবার সেই গল্পই শোনালেন সিআর সেভেন খ্যাত তারকা।
সম্প্রতি ওয়ারেবল টেক কোম্পানি হুপের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, রাত ১০ বা ১১টার পর আমি কথা বলি না। আমি ফোনেও কথা বলি না। মস্তিষ্ক ঠাণ্ডা রাখতেই আমি রাতে কথা বলতে পছন্দ করি না। সুতরাং রাত ১০টা পর আমাকে ফোন করবেন না।’