দুইটি বড় চমক রেখে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ব্রাজিল দলের কোচ তিতে। এর মধ্যে একটি রবার্তো ফিরমিনোর না থাকা; অন্যটি হলো ‘বুড়ো’ দানি আলভেসের ডাক পাওয়া।
ইনজুরির কারণে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল আলভেসের। এ কারণে মেক্সিকোর জায়ান্টদের হয়ে প্রায় ১ মাস মাঠে নামতে পারেননি তিনি। তবে ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছেন, বিশ্বকাপের আগেই মাঠে নামার মতো ফিট থাকবেন আলভেস।
আলভেস এবার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেছেন তিনি। কিন্তু ইনজুরির কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি তার। এরপর ধীরে ধীরে মূল স্রোত থেকেই হারিয়ে যেতে থাকেন তিনি। সর্বশেষ বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মেক্সিকোর লিগে খেলতে যাওয়ায় অনেকটা আড়ালেই চলে যান আলভেস।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আলভেসের। ক্লাব ফুটবলে বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এর মধ্যে ২০০৮-২০১৬ সাল, এই আট বছর পর্যন্ত বার্সেলোনায় সোনালী সময় কাটিয়েছেন আলভেস। কাতালান জায়ান্টদের হয়ে ৬ বার লা লিগা, ৪ বার কোপা দেল রে এবং তিনবার করে চাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন তিনি।
২০২১/২২ মৌসুমে দ্বিতীয় দফায় বার্সেলোনায় ফেরেন আলভেস। এক মৌসুম পর তথা গত জুলাইয়ে ক্যাম্প ন্যু ছেড়ে মেক্সিকোতে খেলতে যান তিনি। মেক্সিকোর শীর্ষ লিগে তখন মৌসুমের মাঝামাঝি সময় চলছে। ওই সময় থেকে ক্লাবটির জার্সিতে ১২ ম্যাচ খেলে ৪ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু তার দল ওই ১২ ম্যাচের মাত্র ১টিতে জয়ের মুখ দেখেছে এবং মৌসুম শেষ করেছে ১৩তম স্থানে থেকে। এমনকি প্লে-অফও মিস করেছে তারা। যা মেক্সিকান জায়ান্টদের জন্য বেশ হতাশাজনক ফলাফল। কিন্তু ব্রাজিল কোচ তিতে আলভেসের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলীর ওপর আস্থা রাখতে চান।
তিতের মতে, খেলোয়াড় হিসেবে আলভেসের মান এখনও দলের বাকিদের সমান। ফুল-ব্যাক হয়েও তার আক্রমণে ওঠে আসার দক্ষতার কথাও উল্লেখ করেন ব্রাজিল কোচ, ‘(দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে) বাকি সবার মতো আলভেসের মানদণ্ডও একই। মানুষকে বুঝতে হবে ব্রাজিল দলের ফুল-ব্যাকরা উইঙ্গারদের সঙ্গে খেলে। ‘