১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ এনে দিয়েছিলেন ম্যারাডোনা। এরপর ৩৬ বছর কেটে গেলেও একবারের জন্যও বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেনি আলবিসেলেস্তেরা। তবে এবার সেই সুযোগ হলেও হতে পারে। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই স্বপ্ন জয়ের ফাইনালের টিকিট পাবেন মেসিরা। সেই ম্যাচের আগে আবেগী হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনা দল দেশের মানুষের জন্য খেলে, তাদের পরিবারের জন্য খেলে। তারা খেলে সম্মানের জন্য, টাকার জন্য নয়। আমরা জানি, তারা কতটা শ্রম দিচ্ছেন। খেলার জন্য কাজ ফেলে চলে আসা মানুষের ছবিগুলো দেখুন… আশা করি, আমরা তাদের আনন্দ দিতে পারব।
কথাগুলো বলতে বলতে চোখের জল ছেড়ে দেন স্কালোনি। এরপর বলেন, আমরা জানি বিশ্বকাপ জেতাটা কিছু মুহূর্ত বা পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে। তবে আমরা সবটুকু উজাড় করে দেব।
উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে দোহার লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।