নাসিম রুমি: বিশ্ব ফুটবলের দুই মহানায়কের নাম লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদোর এখনো সেই স্বাদ পাওয়া হয়নি। তবে শ্রেষ্ঠত্বের বিতর্কে তাদের নিয়ে বিশ্ব এখনো দুই ভাগে বিভক্ত। অনেকে মনে করেন, দুজনের সম্পর্কটা বেশ তিক্ত। আসলেই কি তাই?
ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন রোনালদো। আর্জেন্টিনার অধিনায়ক যেখানে আটবার ব্যালন ডি’অর জিতেছেন, সেখানে রোনালদো জিতেছেন পাঁচবার। বিশ্বকাপের কথা তো আগেই বলা হয়েছে। তবু স্পেনের ‘এল চিরিনগুইতো’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে রোনালদো বলেছেন, ‘(মেসির সঙ্গে) কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না। যা ভাবা হয়, আসলে তার বিপরীত।’
একটা সময় মেসি-রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা ছড়াত রিয়াল-বার্সার এল ক্ল্যাসিকো। দুজনেই ক্লাব ফুটবলে প্রায় সব ধরনের শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে ইউরো জিতেছেন রোনালদো, দুটি কোপা জিতেছেন মেসি। ৩৭ বছর বয়সী মেসি এখন ইন্টার মায়ামিতে খেলেন, আর ৩৯ বছরের রোনালদো আল নাসরে। দুজনের এত অর্জন কি পরবর্তী প্রজন্ম টপকে যেতে পারবে?
রোনালদো অবশ্য আশাবাদী। বরং কেউ তাদের টপকে যেতে পারলেই খুশি হবেন, ‘সেটাই আশা করি। ফুটবলের জন্য সেটা দারুণ ব্যাপার হবে। কিন্তু কাজটা কঠিন।’