কাতার বিশ্বকাপই যে নিজের শেষ বিশ্বকাপ তা আগেই জানিয়ে দিয়েছেন ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তবে এবারের এখনও অবসরের ব্যাপারে কিছু জানাননি তিনি।
তবে এ বিষয়ে মুখ খুলেছেন মেসির একসময়ের সতীর্থ রোনালদিনহো। ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন মেসি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে রোনালদিনহো সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার মনে হয়, মেসি ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। কারণ, ওর মধ্যে এমন কিছু প্রতিভা আছে যা বাকী কারও মধ্যে নেই।”
মেসির পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের প্রশংসাও করেছেন রোনালদিনহো। তিনি বলেছেন, ‘এমবাপ্পের খেলা দেখতেও ভাল লাগে। ও এখন অনেক তরুণ। ভাল ফুটবলার হওয়ার সব গুণ রয়েছে ওর। পায়ে বেশ গতি রয়েছে।’
এর আগে গত সেপ্টেম্বরে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন কিনা জিজ্ঞেস করা হলে রোনালদিনহো জানান, ‘এটা বলা কঠিন। কারণ, অনেক ভালো ফুটবলার রয়েছেন। পেলে, মারাদোনা প্রত্যেকেই নিজের সময়ের সেরা ফুটবলার। সেই তালিকায় মেসিও আছে। কিন্তু কোনও একজনকে সর্বকালের সেরা বলা যাবে না।”